শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ঢাকা

জঙ্গি ছিনতাই: গ্রেফতার মেহেদী ৭ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২২, ০৬:১৪ পিএম

শেয়ার করুন:

জঙ্গি ছিনতাই: গ্রেফতার মেহেদী ৭ দিনের রিমান্ডে

আদালত প্রাঙ্গণ থেকে মৃত্যুদণ্ড পাওয়া দুই জঙ্গিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় গ্রেফকার মেহেদী হাসান অমি ওরফে রাফির সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) আদালতে হাজির করে কোতয়ালি থানায় করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) পরিদর্শক মুহাম্মদ আবুল কালাম আজাদ। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিন ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।


বিজ্ঞাপন


আদালতের কোতয়ালি থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা আশ্রাব আলী এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গতকাল বুধবার মেহেদীকে গ্রেফতার করে সিটিটিসি।

গত ২০ নভেম্বর বেলা ১২টার দিকে দুই জঙ্গিকে একটি মামলায় আদালতে হাজির করা হয়। হাজিরা শেষে হাজতখানার দিকে নেওয়ার সময় পুলিশের চোখে-মুখে স্প্রে করে জঙ্গি সদস্য মইনুল হাসান শামীম ও আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিবকে ছিনিয়ে নেয় তাদের সহযোগীরা। যারা জাগৃতি প্রকাশনীর সত্ত্বাধিকারী দীপন হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি।

গ্রেফতার জঙ্গিদের ধরতে পুরস্কার ঘোষণা করা হয় পুলিশের পক্ষ থেকে। এছাড়া ঢাকায় রেড এলার্ট জারি করা হয়।

এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর