বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ঢাকা

কামারখন্দে সংঘর্ষ: আগাম জামিন নিতে হাইকোর্টে বিএনপি নেতাকর্মীরা

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২২, ০২:৪২ পিএম

শেয়ার করুন:

কামারখন্দে সংঘর্ষ: আগাম জামিন নিতে হাইকোর্টে বিএনপি নেতাকর্মীরা

কামারখন্দে বিএনপি-আওয়ামী লীগের সংঘর্ষের ঘটনার মামলায় হাইকোর্টে আগাম জামিন নিতে এসেছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ ২৪ জন নেতাকর্মী।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) এ বিষয়টি ঢাকা মেইলকে জানিয়েছেন জেলা বিএনপির সহসভাপতি নাজমুল হাসান রানা।


বিজ্ঞাপন


সংঘর্ষের ঘটনায় ২৬ নেতাকর্মীসহ ২০০ জনের বিরুদ্ধে মামলা করেছে আওয়ামী লীগ। এ মামলায় বিএনপির ২ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বাকী ২৪ জন নেতাকর্মী আজ সুপ্রিম কোর্টে আগাম জামিন নিতে এসেছেন।

আসামিপক্ষের আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ঢাকা মেইলকে বলেন, বিচারপতি মোস্তফা জামান ইসলামের আদালতে এসব নেতাকর্মীদের মামলার শুনানি করা হবে।

নাজমুল ইসলাম তালুকদার রানা জানান, বিএনপির বিরুদ্ধে হামলার অভিযোগ এনে কামারখন্দ উপজেলা আওয়ামী লীগের সভাপতি একটি মামলা করেছেন। মামলায় সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সহ-সভাপতি নাজমুল হোসেন, যুগ্ম-সম্পাদক শামীম ও সাংগঠনিক সম্পাদক আবু সাইদসহ জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দসহ ২০০ জনকে আসামি করা হয়েছে। মামলার পর পুলিশ বিএনপি নেতা হাবিব উদ্দিন মণ্ডল এবং শাহিন আলমকে গ্রেফতার করেছে।

গত শুক্রবার দুপুরে উপজেলার জামতৈল এলাকায় বিএনপি কার্যালয়ের পাশে ওই হামলার ঘটনা ঘটে। হামলায় বিএনপির কেন্দ্রীয় নেত্রী আসিফা আশরাফী পাপিয়া, সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য রুমানা মাহামুদসহ অন্তত ২০ নেতাকর্মী আহত হন।


বিজ্ঞাপন


বিএনপি নেতাদের অভিযোগ, আগামী ৩ ডিসেম্বর রাজশাহীতে বিএনপির জনসভার প্রস্তুতি হিসেবে তারা দলীয় কার্যালয়ে সভা করছিলেন। সভা শেষে কার্যালয় থেকে বের হলে আওয়ামী লীগের কর্মীরা তাদের ওপর হামলা চালায়।

এআইএম/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর