বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ঢাকা

জামায়াত নেতা শামসুল ইসলামকে ডিভিশন দেওয়ার নির্দেশ

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২২, ০১:৪৬ পিএম

শেয়ার করুন:

জামায়াত নেতা শামসুল ইসলামকে ডিভিশন দেওয়ার নির্দেশ

সাবেক সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নায়েবে আমির আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ট্রাস্ট্রি বোর্ডের চেয়ারম্যান আ ন ম শামসুল ইসলামকে কারাগারে ডিভিশন দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এ বিষয়ে করা আবেদনের শুনানি করে মঙ্গলবার (২২ নভেম্বর) বিচারপতি মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মোহাম্মদ ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এমন আদেশ দেন।


বিজ্ঞাপন


আদালতের সংশ্লিষ্ট সূত্র এই তথ্য জানিয়েছে।

জামায়াতের শ্রমিক সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি আ ন ম শামসুল ইসলাম চট্টগ্রামের সাতকানিয়া-লোহাগাড়া আসনের সাবেক সংসদ সদস্য এবং আইআইইউসি’র সদ্য সাবেক বোর্ড অব ট্রাস্টের চেয়ারম্যান।

তার বিরুদ্ধে চট্টগ্রামের চকবাজার, কোতয়ালি, সাতকানিয়া, লোহাগাড়া, সীতাকুণ্ডসহ চট্টগ্রামের বিভিন্ন থানায় ৪০টির বেশি মামলা রয়েছে। এসবের মধ্যে ১০টির বেশি মামলা বিস্ফোরক আইন ও ৮টির বেশি বিশেষ ক্ষমতা আইনে করা হয়েছে।

গত বছরের ৮ সেপ্টেম্বর রাজধানীর উত্তরার একটি বাসা থেকে শামসুল ইসলামকে গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন


এআইএম/এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর