বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ঢাকা

এজলাসের বাইরে থেকেই আপডেট পাওয়া যাচ্ছে মামলার

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২২, ১০:৪৩ এএম

শেয়ার করুন:

এজলাসের বাইরে থেকেই আপডেট পাওয়া যাচ্ছে মামলার

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মামলার শুনানিতে কত নম্বর আইটেম চলছে এটি জানতে এজলাসের ভেতরে প্রবেশের প্রয়োজন পড়ছে না। বাইরে থেকেই বিচারপ্রার্থী আইনজীবীসহ সংশ্লিষ্টরা মামলার আপডেট পাচ্ছেন।

মঙ্গলবার (২২ নভেম্বর) সুপ্রিম কোর্টে গিয়ে দেখা যায়, আপিল বিভাগের ১নং কোর্টে মামলা শুনানি চলছে আর বাইরে থেকে মামলার আপডেট নিচ্ছেন সংশ্লিষ্টরা।


বিজ্ঞাপন


আদালতের এজলাসের বাইরে থাকা মনিটর বলে দিচ্ছে এখন কত নম্বর মামলার সিরিয়াল চলছে। বিচারপ্রার্থীও এজলাসের ভেতরে না গিয়েই পেয়ে যাচ্ছেন মামলার আপডেট তথ্য।

গত ছয় মাস যাবত এমন চিত্র দেখা যাচ্ছে বলে জানান উপস্থিত কয়েকজন।

জানতে চাইলে মনিটরের সামনে উপস্থিত কয়েকজন ক্লার্ক ঢাকা মেইলকে বলেন, বিগত ছয় মাস যাবত আমরা এজলাসের ভেতরে না গিয়ে বাইরে থেকেই মামলার আপডেট তথ্য পাচ্ছি। অর্থাৎ কত নম্বর মামলার সিরিয়াল চলছে তা এখান থেকেই জানা যায়।

বেশ কিছু দিন ধরে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের কার্যক্রমের অনেকটাই অনলাইনভিত্তিক। ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে জানান সংশ্লিষ্টরা।


বিজ্ঞাপন


এআইএম/জেবি

 

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর