বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ঢাকা

দিনমজুরকে সাজা, বিচারিক ক্ষমতা হারালেন ইউএনও

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২০ নভেম্বর ২০২২, ০৭:৫০ পিএম

শেয়ার করুন:

দিনমজুরকে সাজা, বিচারিক ক্ষমতা হারালেন ইউএনও
খোন্দকার ইখতিয়ার উদ্দিন আরাফাত। ছবি: সংগৃহীত

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দিনমজুরকে কারাদণ্ড দেওয়ার ঘটনায় খাগড়াছড়ির রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার ইখতিয়ার উদ্দিন আরাফাতকে মোবাইল কোর্ট পরিচালনা থেকে বিরত রাখতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

দুই দিনমজুর আবুল কালাম ও রুহুল আমিনকে দেওয়া সাজা কেন অবৈধ ঘোষণা করা হবে না, পাশাপাশি তাদেরকে কেন ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণের আদেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুলও জারি করেছেন উচ্চ আদালত।


বিজ্ঞাপন


জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ও খাগড়াছড়ির জেলা প্রসাশককে (ডিসি) এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

রোববার (২০ নভেম্বর) বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মো. আক্তারুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আজ আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার হাসান এম এস আজিম। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল এম এম জি সারোয়ার পায়েল।

আদেশের বিষয়টি ঢাকা মেইলকে জানান সহকারী অ্যাটর্নি জেনারেল গোলাম সারোয়ার পায়েল।


বিজ্ঞাপন


গত ২৩ অক্টোবর এ বিষয়ে ক্ষতিপূরণ চেয়ে রিট করেন আবুল কালাম ও রুহুল আমিন। আইন সচিব, জনপ্রশাসন সচিব, খাগড়াছড়ির ডিসিসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে।

এআইএম/জেবি

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর