বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ঢাকা

ছিনিয়ে নেওয়া দুই জঙ্গিকে দ্রুত গ্রেফতার করা হবে: ডিবি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ নভেম্বর ২০২২, ০২:৩৬ পিএম

শেয়ার করুন:

ছিনিয়ে নেওয়া দুই জঙ্গিকে দ্রুত গ্রেফতার করা হবে: ডিবি

ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রধান ফটকের সামনে থেকে জেএমবির দুই জঙ্গিকে ছিনিয়ে নেওয়ার ঘটনাটিকে অনাকাঙিক্ষত বলছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান হারুন অর রশীদ।

পুলিশের এই কর্মকর্তা বলেন, ঘটনাটি অনাকাঙিক্ষত। দ্রুত সময়ের মধ্যেই তাদের গ্রেফতার করা হবে।


বিজ্ঞাপন


রোববার (২০ নভেম্বর) দুপুর ১২টার দিকে নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্যদের চোখে ‘গ্যাস স্প্রে’ করে লাপাত্তা হওয়ার পর তিনি এসব কথা বলেন।

এর আগে দুপুরে আদালতের প্রধান ফটকের সামনে স্প্রে করে ওই দুই জঙ্গিকে ছিনিয়ে নিয়ে যাওয়া হয়। তারা হলেন মাইনুল হাসান শামীম ও সাকিবুর। মাইনুল সুনামগঞ্জের ছাতক উপজেলার মাধবপুর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে। আর সাকিবুর লালমনিরহাট উপজেলার আদিতমারী উপজেলার আবু তাহেরের ছেলে। দুজনই জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) সদস্য। দীপন হত্যা মামলায় দুজনেরই মৃত্যুদণ্ড হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) ফারুক হোসেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশকে স্প্রে করে আগে থেকে প্রস্তুত একটি মোটরসাইকেলে চড়ে দুজন দ্রুত পালিয়ে যান। মোটরসাইকেলের চালক ছিলেন আরেকজন। পালিয়ে যাওয়া দুই জঙ্গিকে ধরতে রাজধানীর বিভিন্ন এলাকায় চেকপোস্ট বসানো হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে।


বিজ্ঞাপন


এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর