বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ঢাকা

ডাকেশ্বরী মন্দির পরিদর্শনে ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৫ অক্টোবর ২০২২, ০৪:৩৬ পিএম

শেয়ার করুন:

ডাকেশ্বরী মন্দির পরিদর্শনে ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল

সনাতন ধর্মের উৎসব দুর্গাপূজা উদযাপন দেখতে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেছেন রাষ্ট্রের ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল এসএম মনিরুজ্জামান মনির।

বুধবার (৫ অক্টোবর) বিষয়টি ঢাকা মেইলকে এ তথ্য জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরের পূজা মণ্ডপ পরিদর্শন করেন তিনি।


বিজ্ঞাপন


সিনিয়র  আইনজীবী এস. এম. মুনির ঢাকেশ্বরী মন্দিরে পরিদর্শনের সময় তিনি পূজার মহানবমীতে উপস্থিত হয়ে পূজা মণ্ডপে উপস্থিত সুধীদের উদ্দেশে সম্প্রতি বজায় রেখে উৎসব আনন্দে শরীক হওয়ার আহ্বান জানান। 

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক, সহকারী অ্যাটর্নি জেনারেল মো. সাইফুল আলম, সহকারী অ্যাটর্নি শাহীন মৃধা, সহকারী অ্যাটর্নি বাহার উদ্দিন  আল রাজী, সহকারী অ্যাটর্নি জেনারেল হুমায়ুন কবির, সহকারী অ্যাটর্নি জেনারেল আন্না খানম কলি প্রমুখ। তখন অনুষ্ঠানে আগতদের সবাইকে শারদীয় শুভেচ্ছা জানান তারা।

এর আগে মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে ১ অক্টোবর শুরু হয় শারদীয় দুর্গাপূজা। এরপর হাসি-আনন্দ আর পূজা-অর্চনার মধ্য দিয়ে কেটে গেছে চারটি দিন। আজ সকালে দশমী বিহিত পূজা শেষে দর্পণ-বিসর্জনের মধ্য দিয়ে বিদায় জানানো হবে দেবী দুর্গাকে। আর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়েই শেষ হবে বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা।

এআইএম/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর