মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ঢাকা

এসএসসির ভুয়া প্রশ্নপত্র ফাঁস চক্রের দুজন রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২২, ০৭:৫৭ পিএম

শেয়ার করুন:

এসএসসির ভুয়া প্রশ্নপত্র ফাঁস চক্রের দুজন রিমান্ডে
ফাইল ছবি

চলমান এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁস চক্রের দুই সদস্যদের একদিন করে রিমান্ডে দিয়েছেন আদালত।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) ঢাকা মহানগর হাকিম তরিকুল ইসলামের আদালত তাদের এই রিমান্ড মঞ্জুর করেন।


বিজ্ঞাপন


রিমান্ডপ্রাপ্তরা হলেন- মনজির আহমেদ মিশু ওরফে মাসুম মোল্লা ও মো. শসেম আহমেদ ওরফে সাব্বির।

এ দিন দুই আসামিকে আদালতে হাজির করা হলে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের ছয় দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। পরে আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত দুজনের একদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গতকাল বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরা পূর্ব থানার আজমপুর এলাকায় অভিযান চালিয়ে এসএসসির ভুয়া প্রশ্নফাঁস চক্রের এই দুই সদস্যকে গ্রেফতার করে গোয়েন্দা লালবাগ বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম। ওই সময় তাদের কাছে থেকে দুটি মুঠোফোন ছাড়াও নগদ চার হাজার টাকা জব্দ করা হয়।

মামলার সূত্রে জানা যায়, আসামিরা পরস্পর যোগসাজশে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্রের মতো হুবহু ভুয়া প্রশ্নপত্র তৈরি করেন। পরবর্তীতে তা ম্যাসেঞ্জারের মাধ্যমে পরীক্ষার্থীদের নিকট সরবরাহ করে বিকাশ/নগদ অ্যাকাউন্টের মাধ্যমে অর্থ আত্মসাৎ করেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে উত্তরা পূর্ব থানায় একটি মামলা করা হয়েছে।


বিজ্ঞাপন


টিএ/আইএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর