শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ঢাকা

প্রধানমন্ত্রীকে কটূক্তি: স্বেচ্ছাসেবক দলের নেতার জামিন স্থগিত

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২২, ০২:০৪ পিএম

শেয়ার করুন:

প্রধানমন্ত্রীকে কটূক্তি: স্বেচ্ছাসেবক দলের নেতার জামিন স্থগিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির ঘটনায় স্বেচ্ছাসেবক দলের নেতা মো. তরিকুল ইসলামকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করা হয়েছে।

বুধবার (২১ সেপ্টেম্বর) এ বিষয়ে রাষ্ট্রপক্ষের এক আবেদনের শুনানি নিয়ে চেম্বার বিচারপতি এম. ইনায়েতুর রহিমের আদালত এ আদেশ দেন।


বিজ্ঞাপন


আট সপ্তাহের জন্য মো. তরিকুল ইসলামের জামিন স্থগিত করা হয়েছে।

আজ আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির বিষয়ে তরিকুল তার ফেসবুক আইডি থেকে গত ৬ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পর্কে কুরুচিপূর্ণ একটি পোস্ট দেন। ওই পোস্টটি নজরে নিয়ে নড়াইল সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি আকাশ ঘোষ রাহুল বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে লোহাগড়া থানায় মামলা করেন।

এদিন উপজেলার শালনগর ইউনিয়নের পার-শালনগর গ্রামের নিজ বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। তরিকুল ওই গ্রামের মৃত কাজী আব্দুল মান্নানের ছেলে। তিনি লোহাগড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের ১নং যুগ্ম আহ্বায়ক বলে জানা গেছে।


বিজ্ঞাপন


নিম্ন আদালতে জামিন নামঞ্জুরের পর মো. তরিকুল ইসলামকে হাইকোর্ট জামিন দেন। এরপর এ জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করে রাষ্ট্রপক্ষ। বুধবার শুনানি শেষে আপিল বিভাগের চেম্বার আদালত তার জামিন ৮ সপ্তাহের জন্য স্থগিত করেছেন।

এআইএম/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর