শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ঢাকা

ভ্যানচালক বক্কার হত্যা মামলায় ৫ জনের ফাঁসি বহাল

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২২, ০১:৫৫ পিএম

শেয়ার করুন:

ভ্যানচালক বক্কার হত্যা মামলায় ৫ জনের ফাঁসি বহাল

কুষ্টিয়া সদর থানার ভ্যানচালক আবু বক্কর সিদ্দিক হত্যা মামলায় ৫ আসামির ফাঁসির সাজা বহাল রেখেছেন হাইকোর্ট।

বুধবার (২১ সেপ্টেম্বর) এ মামলার ডেথ রেফারেন্স শুনানি শেষে বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। 


বিজ্ঞাপন


২০১২ সালে ১০ অক্টোবর কুষ্টিয়ার ভ্যানচালক হত্যার ঘটনায় জেলার দায়রা ৬ জনকে ফাঁসির সাজা দিয়ে রায় ঘোষণা করেন।

কুষ্টিয়ার আদালত ২০১৭ সালে আসামি সাজ্জাদ, মাজেদ, শুকচাঁদ, কালাই জলিল, মনছের আলী এবং রাসেদুলকে (পলাতক) মৃত্যুদণ্ডাদেশ প্রদান করেন। অপর আসামি জামিরুল বিচারিক আদালতে মামলা চলার সময় মারা যান।

ডেথ রেফারেন্স এবং আপিল শুনানি শেষে হাইকোর্ট এ মামলার সার্বিক বিবেচনায় সাক্ষ্য প্রমাণ বিবেচনায় কালাই জলিলের মৃত্যুদণ্ডাদেশ কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড আদেশ প্রদান দেন। অপর ৫ জনের মৃত্যুদণ্ডাদেশ অনুমোদন করেন।

আদালতে আসামি পক্ষে শুনানি করেন ছিলেন এস এম শাজাহান।


বিজ্ঞাপন


এআইএম/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর