বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ঢাকা

ড্রেনে পড়ে নিখোঁজ সালামতের পরিবারকে ক্ষতিপূরণ দিতে রুল

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২২, ০১:৩২ পিএম

শেয়ার করুন:

ড্রেনে পড়ে নিখোঁজ সালামতের পরিবারকে ক্ষতিপূরণ দিতে রুল
ফাইল ছবি

ড্রেনে পড়ে নিখোঁজ চট্টগ্রামের যুবক সালামতের পরিবারকে ৬০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) এ বিষয়ে এক রিট আবেদনের শুনানি করে বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি সরদার রাশেদ জাহাঙ্গীরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন।


বিজ্ঞাপন


আদেশের বিষয়টি ঢাকা মেইলকে জানিয়েছেন রিটকারীর পক্ষের আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

আইনজীবী বলেন, এ ঘটনায় ভিকটিমের ছেলে শাকেরুল্লাহ মহিম বাদী হয়ে রিট আবেদন দায়ের করেছিলেন। শুনানি শেষে আদালত রুল দিয়েছেন।

কেন ভিকটিমের পরিবারকে ৬০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে না তা জানতে চেয়েছেন আদালত। আগামী চার সপ্তাহের রুল দিয়েছেন হাইকোর্ট।

এআইএম/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর