শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ঢাকা

সব মৃত্যুই কষ্টের, তবে অকাল মৃত্যু বেশি কষ্টের

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২২, ১১:২০ এএম

শেয়ার করুন:

সব মৃত্যুই কষ্টের, তবে অকাল মৃত্যু বেশি কষ্টের

প্রত্যেক মৃত্যু দুঃখের ও কষ্টের। তবে অকাল মৃত্যু মানুষকে বেশি কষ্ট দেয়। কিন্তু কিছুই করার নেই। আল্লাহর ডাকে সবাইকে চলে যেতে হবে, এটাই নিয়ম।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) আইনজীবী ফারুক নেওয়াজ মনির জানাজা পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় এমন মন্তব্য করেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। এদিন সকাল সাড়ে ১০টার দিকে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন


এতে অংশ নিয়ে প্রধান বিচারপতি আরও বলেন, মনি আমাদের পাশের জেলার মানুষ। উনার স্ত্রী অতিরিক্ত জেলা জজ হিসেবে দায়িত্ব পালন করেছেন। কয়েক দিন আগে আমরা তার প্রমোশন দিয়েছি।

আমাদের কাছে ছুটি নিয়েছেন মনি সাহেবের স্ত্রী। তার স্বামীকে ভারত চিকিৎসার জন্য নিয়ে যাবেন বলে। আল্লাহর নিয়ম বড়ই কঠিন, মনি মারা গেলেন। সব মৃত্যুর জন্য কষ্ট হয়, কিন্তু অকাল মৃত্যুর কষ্ট আরও বেশি। এরপর মরহুমের জানাজা শেষ করা হয়।

এ সময় সুপ্রিম কোর্ট বারের সভাপতি মোমতাজ উদ্দিন ফকির, সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি আইনজীবীসহ সংশ্লিষ্ট সবাই উপস্থিত ছিলেন।

এআইএম/এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর