রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

পদ্মা সেতুর নাট বল্টু খোলা বায়েজিদের জামিন স্থগিত

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২২, ১২:১৯ পিএম

শেয়ার করুন:

পদ্মা সেতুর নাট বল্টু খোলা বায়েজিদের জামিন স্থগিত

পদ্মা সেতুর রেলিংয়ের নাট-বল্টু খোলা যুবক বায়েজিদ তালহাকে হাইকোর্টের দেওিয়া জামিন স্থগিত করা হয়েছে।

রোববার (১৮ সেপ্টেম্বর) এ বিষয়ে এক আবেদনের শুনানি করে বিচারপতি এম ইনায়েতুর রহিমের স্পেশাল চেম্বার আদালত।


বিজ্ঞাপন


বায়েজিদ তালহার জামিন আগামী ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত করে বিষয়টি একইদিন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য নির্ধারণ করেছেন। 

আদালতে রাষ্ট্র পক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনির। তার সাথে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল সাইফুল আলম। অপরদিকে বায়েজিদের পক্ষে ছিলেন ব্যারিস্টার অনিক আর হক। 

পদ্মা সেতুর রেলিংয়ের নাট খোলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। সে ভিডিওতে দেখা যায়, ‘ওই যুবক হাত দিয়েই পদ্মা সেতুর রেলিংয়ের নাট খুলে ফেলেন। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, এই হলো আমাদের পদ্মা সেতু। আমাদের হাজার হাজার কোটি টাকার পদ্মা সেতু। এই নাট খুইলা এহন আমার হাতে।’

এ সময় পাশ থেকে আরেক ব্যক্তি বলেন, ‘ভাইরাল কইরা ফালায়েন না।’


বিজ্ঞাপন


এরপর পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) হাতে গ্রেফতার হন বায়েজিদ তালহা। পরবর্তীতে তার নামে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়। সে মামলায় গত বুধবার হাইকোর্ট থেকে জামিন পান বায়েজিদ। তবে রাষ্ট্র পক্ষের আবেদনে সে জামিন ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত করলেন চেম্বার আদালত।

এআইএম/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর