মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

জায়েদ খানই সম্পাদক: হাইকোর্ট

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০২ মার্চ ২০২২, ০১:৫৮ পিএম

শেয়ার করুন:

জায়েদ খানই সম্পাদক: হাইকোর্ট

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদ নিয়ে জারি করা রুল নিষ্পত্তি করেছে হাইকোর্ট। জায়েদের সাধারণ সম্পাদক পদ নিয়ে চিত্রনায়িকা নিপুণ আক্তারের আপিল অবৈধ ঘোষণা করে আজ আদেশ দিয়েছেন হাইকোর্ট। এর ফলে সাধারণ সম্পাদক পদে জায়েদ খান বহাল থাকলেন।

বুধবার (২ মার্চ) বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।


বিজ্ঞাপন


নায়িকা নিপুণের আইনজীবী ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ আদালতের আদেশের বিষয়টি ঢাকা মেইলকে জানিয়েছেন। তিনি বলেন, গতকাল মঙ্গলবার এ বিষয়ে শুনানি হয়। বুধবার ফের শুনানি শেষে আদারত রায় ঘোষণা করেন।

গত সোমবার (২৮ ফেব্রুয়ারি) মামলাটি আদালতের কার্যতালিকায় থাকলেও সেদিন শুনানি হয়নি।

এর আগে জায়েদ খানের সাধারণ সম্পাদকের পদ বাতিলের সিদ্ধান্ত কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুলের ওপর দুই দিন শুনানি করা হয়।

গত ৭ ফেব্রুয়ারি জায়েদ খানের সাধারণ সম্পাদক পদের প্রার্থিতা বাতিল করে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের আপিল বোর্ডের দেওয়া সিদ্ধান্ত স্থগিত করেন হাইকোর্ট। এক সপ্তাহের জন্য স্থগিতাদেশ দেওয়া হয়। পাশাপাশি জায়েদের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। 

২৪ ফেব্রুয়ারি মামলাটির শুনানির কার্যক্রম স্থগিত করেন আদালত। ওইদিন আদালতে বিষয়টি নিয়ে আংশিক শুনানি করছেন জায়েদ খানের আইনজীবী আহসানুল করিম। সিনিয়র আইনজীবী হিসেবে ইউসুফ হোসেন হুমায়ুন ও নাহিদ সুলতানা যূথী এ সময় উপস্থিত ছিলেন।

গত ১৫ ফেব্রুয়ারি চিত্রনায়িকা নিপুণ আক্তারের আইনজীবীর সময় আবেদনের পরিপ্রেক্ষিতে ২২ ফেব্রুয়ারি শুনানির দিন ধার্য করেন আদালত। সেদিন মামলার শুনানির শুরুতে আদালতে সময় আবেদন করেন জায়েদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী নিপুণের আইনজীবী ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ।

তিনি আদালতকে বলেন, এ বিষয়ে একটি সাপ্লিমেনটারি আবেদন জমা দিয়েছেন নিপুণ। এজন্য শুনানি করতে সময় প্রয়োজন। পরে আদালত ২২ ফেব্রুয়ারি দিন নির্ধারণ করেন।

গত ৭ ফেব্রুয়ারি জায়েদ খানের সাধারণ সম্পাদক পদের প্রার্থিতা বাতিল করে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের আপিল বোর্ডের দেওয়া সিদ্ধান্ত স্থগিত করেন হাইকোর্ট। এক সপ্তাহের জন্য স্থগিতাদেশ দেওয়া হয়। পাশাপাশি জায়েদের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। এক সপ্তাহের মধ্যে রিটের বিবাদীসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়।

দুই দিন পর ওই আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল করেন নিপুণ। শুনানি শেষে চেম্বার বিচারপতি ওবায়দুল হাসান চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের পদের ও‍পর স্থিতাবস্থা জারি করেন এবং শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন।

১৪ ফেব্রুয়ারি প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ চেম্বার আদালতের আদেশ বহাল রাখেন এবং হাইকোর্টের জারি রুল নিষ্পত্তি করতে আদেশ দেন।

গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হয় চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচন। প্রাথমিক ফলাফলে সভাপতি পদে জয়ী হন ইলিয়াস কাঞ্চন। সাধারণ সম্পাদক পদে জয় পান জায়েদ খান।

পরে জায়েদ খানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তোলেন তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী নিপুণ আক্তার। সেই অভিযোগটি আমলে নিয়ে ৫ ফেব্রুয়ারি জায়েদ খানের প্রার্থিতা বাতিল করেন নির্বাচনের আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান।

এআইএম/এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর