শুক্রবার, ১৭ মে, ২০২৪, ঢাকা

জীবনের অর্জিত সব টাকা ফুটবলের পেছনে খরচ করেছি: ব্যারিস্টার সুমন

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর ২০২২, ১১:৫০ এএম

শেয়ার করুন:

জীবনের অর্জিত সব টাকা ফুটবলের পেছনে খরচ করেছি: ব্যারিস্টার সুমন
ছবি: সংগৃহীত

আমার জীবনের অর্জিত সব টাকা আমি ফুটবলের পেছনে খরচ করেছি বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমন।

সম্প্রতি ধানমন্ডির লেকভিউ ফুটবল কর্নার আয়োজিত এক অনুষ্ঠানে এই এমন মন্তব্য করেন তিনি।
সুমন বলেন, আমি ওকালতি করে জীবনে অনেক টাকা রোজগার করেছি। আমার রোজগারের সব টাকাই আমি আমার ফুটবল খেলার পেছনে খরচ করেছি।
  
সুপ্রিম কোর্টের এই আইনজীবী আরও বলেন, ‘আমি এখনও ভাড়া বাসায় থাকি। আমি চাইলে দেড়-দু’ কোটি টাকা খরচ করে ঢাকায় একটি ফ্ল্যাট কিনে থাকতে পারতাম, কিন্তু তা করিনি ফুটবলকে ভালোবাসি বলে। এই টাকা খরচ করে আমি অনেক খেলোয়াড়কে বিভিন্ন নামকরা জায়গায় অবস্থান করে দিতে পেরেছি। আমার পরবর্তী চিন্তা ফুটবল টিমের জন্য একটি ছোট বাস কেনা। যাতে করে আমরা এটি ব্যবহার করে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারি।’


বিজ্ঞাপন


ঢাকার মানুষকে কখনোই সহজ-সরল মনে হয়নি উল্লেখ করে সুমন বলেন, ‘আমি আমার এলাকা ও আপনাদের এলাকায় গিয়ে দেখেছি, সেখানকার মানুষ অনেক সহজ-সরল। কিন্তু ঢাকার মানুষকে আমার কাছে কখনো সহজ মনে হয়নি।’

তিনি বলেন, ‘প্রত্যেক সংগঠনের পেছনে রাজনীতি থাকে। তবে সে রাজনীতি হতে হবে দেশের স্বার্থে জনগনের স্বার্থে।’

মানবসেবায় ব্রত এই মানুষটি ক্রীড়া অনুরাগীও বটে। ক্রীড়াঙ্গনের উন্নয়নে তিনি শিশুদেরকে ১ হাজার খেলার সামগ্রী বিতরণ, ৫টি খেলার মাঠ মেরামত ও বঙ্গবন্ধুর নামে ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেন। নিজের নামে গড়ে তুলেছেন ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি। পেশাগত ব্যস্ততাকে পাশ কাটিয়ে সুযোগ তৈরি করে ভবিষ্যৎ ফুটবলারদের অনুপ্রেরণা যোগাতে নিজেও দেশ-বিদেশে ঘুরে ঘুরে ফুটবল খেলে বেড়ান। 

এআইএম/এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর