শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ঢাকা

সময় পরিবর্তন: সকাল থেকেই হাইকোর্ট প্রাঙ্গণ কর্মচঞ্চল

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৫ আগস্ট ২০২২, ১০:২২ এএম

শেয়ার করুন:

সময় পরিবর্তন: সকাল থেকেই হাইকোর্ট প্রাঙ্গণ কর্মচঞ্চল

সুপ্রিম কোর্ট ও দেশের সব নিম্ন আদালতের বিচারকাজের নতুন সময়সূচি নির্ধারণ করায় সকাল থেকেই কর্মচঞ্চল হাইকোর্ট প্রাঙ্গণ।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) এমন চিত্র দেখা গেছে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে। পূর্ব ঘোষণা অনুযায়ী আজ সকাল সাড়ে নয়টা থেকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম চলবে। ইতোমধ্যে বিচারপতি আইনজীবী কোর্টের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যাক্তিরা আদালত প্রাঙ্গণে এসেছেন।


বিজ্ঞাপন


জানতে চাইলে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ ফারুক হোসেন ঢাকা মেইলকে বলেন, প্রধান বিচারপতির নির্দেশ ক্রমে আজ থেকে কোর্টের সময় পরিবর্তন হয়েছে। আগে কোর্ট বসত সাড়ে ১০টায়, আজকে থেকে সেটি ১ ঘণ্টা এগিয়ে সাড়ে ৯টায় শুরু হয়েছে। আমি ও আমার এসোসিয়েটের সদস্যরা সময়মত কোর্টে চলে এসেছি।

এর আগে গত মঙ্গলবার (২৩ আগস্ট) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর সভাপতিত্বে ফুলকোর্ট সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন সময়সূচি অনুযায়ী, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে মাঝে ১ ঘণ্টা বিরতি রেখে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল পৌনে ৩টা পর্যন্ত বিচারকাজ চলবে। দেশের নিম্ন আদালতে সকাল সাড়ে ৮টায় বিচারকাজ শুরু হবে। বিকেল পৌনে ৩টা পর্যন্ত বিচারকাজ চলবে। মাঝে এক ঘণ্টার বিরতি থাকবে। বৃহস্পতিবার থেকে এ সময় সূচি কার্যকর হবে।

সভার থেকে এমন তথ্য পাওয়া গেছে। এর আগে  সকালে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে সুপ্রিম কোর্ট।


বিজ্ঞাপন


এআইএম/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর