শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ঢাকা

হাইওয়েতে টোল না নিতে কচুয়া পৌরসভাকে হাইকোর্টের নির্দেশ

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৭ আগস্ট ২০২২, ০৪:৩৮ পিএম

শেয়ার করুন:

হাইওয়েতে টোল না নিতে কচুয়া পৌরসভাকে হাইকোর্টের নির্দেশ

বাস ট্রাকের নির্ধারিত টার্মিনাল ছাড়া হাইওয়েতে টোল আদায় না করতে কচুয়া পৌরসভাকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (১৭ আগস্ট) এ বিষয়ে করা আবেদনের শুনানি করে বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।


বিজ্ঞাপন


একইসঙ্গে বাস টার্মিনালের বাইরে টোল আদায় করা কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

সুরমা পরিবহনের কর্ণধার আবুল হোসেন মজুমদারের করা রিট আবেদনের শুনানি করে এমন আদেশ দেন আদালত।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার তৌফিক ইনাম। আদেশের বিষয়টি ঢাকা মেইলকে জানান রিটকারী আইনজীবী।

আগামী চার সপ্তাহের মধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।


বিজ্ঞাপন


রিট আবেদন থেকে জানা যায়, ২০১৫ সালে স্থানীয় সরকার মন্ত্রণালয় 

সিটি করপোরেশন, পৌরসভা ও সড়ক মহাসড়ক থেকে টোল নিতে নিষেধ করে প্রজ্ঞাপন জারি করেন। ট্রাক প্রতি ৫০ টাকা করে চাঁদাবাজি করা হতো। এ কারণে ব্যবসায়ীরা নিত্যপণ্যের দাম বাড়িয়ে দিত। ফলে সব ধরণের গ্রাহকদের গুনতে হতো বাড়তি টাকা। 

এসব বিবেচনা করে রিট করা হলে শুনানি শেষে আদালত আজ এ আদেশ দেন।

এআইএম/এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর