শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ঢাকা

গার্ডার চাপায় নিহতদের ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৭ আগস্ট ২০২২, ০৩:৪৭ পিএম

শেয়ার করুন:

গার্ডার চাপায় নিহতদের ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল

উত্তরায় বিআরটি প্রকল্পের ফ্লাইওভারের গার্ডার চাপায় শিশুসহ নিহত পাঁচজনের প্রত্যেকের পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

বুধবার (১৭ আগস্ট) এ বিষয়ে করা আবেদনের শুনানি করে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।


বিজ্ঞাপন


এদিন আইনজীবী জাকারিয়া খানের পক্ষে শাহজাহান আকন্দ মাসুম এ রিট দায়ের করেন। এতে গত পাঁচ বছরে ফ্লাইওভারের নির্মাণ কার্যক্রম পরিচালনার জন্য বিআরটি কী ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়েছে তার একটি প্রতিবেদন দাখিলের নির্দেশনা চাওয়া হয়েছিল।

এর আগে মঙ্গলবার (১৬ আগস্ট) সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় একই বিষয়ে জনস্বার্থে আরেকটি রিট করেছেন আইনজীবী শেগুফতা তাবাসসুম আহমেদ।

গত ১৫ আগস্ট বিকেল সাড়ে তিনটার দিকে উত্তরায় বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্প এলাকায় ক্রেন দিয়ে গার্ডার তোলার সময় সেটি একটি প্রাইভেটকারের ওপর পড়ে। এতে যানটিতে থাকা দুই শিশুসহ পাঁচজন নিহত হয়। আহত হন দুইজন।

এআইএম/এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর