অর্থ আত্মসাতের অভিযোগের করা মামলায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি এম এ কাশেম ও রেহেনা রহমানের জামিন আবেদনের ওপর জারি করা রুলের বিষয়ে শুনানি পেছানো হয়েছে। এরই ধারাবাহিকতায় আগামী ২৮ আগস্ট পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালত।
বুধবার (১৭ আগস্ট) রাষ্ট্রপক্ষ ও দুদকের সময়ের আবেদনের প্রেক্ষিতে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
এ দিন আদালতে আসামিপক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক ও সিনিয়র অ্যাডভোকেট সাঈদ আহমেদ রাজা। পাশাপাশি রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। এছাড়া দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে শুনানিতে ছিলেন মো. খুরশীদ আলম খান।
উল্লেখ্য, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের জমি কেনা বাবদ অতিরিক্ত ৩০৩ কোটি ৮২ লাখ টাকা ব্যয় দেখিয়ে তা আত্মসাতের অভিযোগ তুলে বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আজিম উদ্দিন আহমেদসহ ছয়জনের বিরুদ্ধে গত ৫ মে ওই মামলা করেন দুদকের ঢাকা-১ এর সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক ফরিদ আহমেদ পাটোয়ারী।
এআইএম/আইএইচ