শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ঢাকা

জাতীয় শোক দিবসে সুপ্রিম কোর্টে রক্তদান কর্মসূচি

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৫ আগস্ট ২০২২, ০২:২১ পিএম

শেয়ার করুন:

জাতীয় শোক দিবসে সুপ্রিম কোর্টে রক্তদান কর্মসূচি

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

সোমবার (১৫ আগস্ট) দুপুর ১২টার দিকে সড়ক ভবনে সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে এই কর্মসূচির উদ্ভোদন করেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।


বিজ্ঞাপন


এসময় আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের অধিকাংশ বিচারপতি উপস্থিত ছিলেন।

এর আগে জাতীয় শোক দিবসে এক আলোচনা ও দোয়া মাহফিলে বক্তব্য দেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, সুপ্রিম কোর্টের উভয় বিভাগের অধিকাংশ বিচারপতি, অ্যাটর্নি জেনারেল এ এম আমীন উদ্দিন প্রমুখ।

এদিন সকাল ৬টা ৪০ মিনিটে ধানমণ্ডি ৩২ নম্বরে জাতির পিতার প্রতি  পুষ্পস্তবক অর্পণ করেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

এসময় তাঁর সঙ্গে সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মোহাম্মদ সাইফুর রহমান উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন


এআইএম/জেবি

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর