শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ঢাকা

কেন্দুয়ায় খেলার মাঠে আশ্রয়ণ প্রকল্প নয়: হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪ আগস্ট ২০২২, ০৬:২৬ পিএম

শেয়ার করুন:

কেন্দুয়ায় খেলার মাঠে আশ্রয়ণ প্রকল্প নয়: হাইকোর্ট
ফাইল ছবি

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার খেলার মাঠে আশ্রয়ণ প্রকল্প না করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

রোববার (১৪ আগস্ট) এ বিষয়ে এক শুনানি করে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।


বিজ্ঞাপন


স্বেচ্ছাচারী উপায়ে নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলাধীন বলাইশিমুল মৌজার ঐতিহাসিক খেলার মাঠের শ্রেণি পরিবর্তন কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং কেন ঐতিহাসিক বলাইশিমুল মাঠটিকে মাঠ হিসেবে সংরক্ষণ করতে নির্দেশ দেওয়া হবে না সে বিষয়ে কারণ দর্শাতে সরকারের ওপর রুল জারি করা হয়েছে। একই সাথে, ওই মৌজার ঐতিহাসিক খেলার মাঠটিতে আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণ কাজের ওপর তিন মাসের নিষেধাজ্ঞা দিয়ে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সরকারের ১৪টি সংস্থাকে আদেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে ৬০ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন জমা দিতে নেত্রকোনা জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। 

পরিবেশ আইনজীবী সমিতি-বেলার পক্ষে মামলাটি পরিচালনা করেন সৈয়দা রিজওয়ানা হাসান।

অপরদিকে রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শ্রী অরবিন্দু কুমার রায়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতকে বলেন, সরকারের প্রস্তাবিত ৩৬টি ঘরের পরিবর্তে কেবল ১২টি নির্মিতব্য ঘরই এই মাঠে থাকবে। এর পরিপ্রেক্ষিতে আদালত বলেন, নিম্ন আদালতে বিচারাধীন থাকা অবস্থায় মাঠের শ্রেণি পরিবর্তন ক্ষমতার অপব্যবহার। 


বিজ্ঞাপন


এআইএম/জেবি

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর