শনিবার, ৪ মে, ২০২৪, ঢাকা

১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে জজ মিয়ার লিগ্যাল নোটিশ 

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১১ আগস্ট ২০২২, ০১:২৭ পিএম

শেয়ার করুন:

১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে জজ মিয়ার লিগ্যাল নোটিশ 
ছবি: সংগৃহীত

বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় ষড়যন্ত্রের শিকার মো. জালাল ওরফে জজ মিয়া ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন।

বৃহস্পতিবার (১১ আগষ্ট) জজ মিয়ার পক্ষে ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির ও মোহাম্মদ কাওসার এই লিগ্যাল নোটিশটি পাঠান। 


বিজ্ঞাপন


তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক আইজিপি খোদাবক্স চৌধুরী, সাবেক এএসপি আব্দুর রশিদ, মুন্সি আতিকুর রহমান, সাবেক বিশেষ পুলিশ সুপার রুহুল আমিনসহ জড়িতদের সকল সম্পদ বাজেয়াপ্ত করে তা থেকে এই ক্ষতিপূরণের টাকা আদায় করে দিতে বলা হয়েছে।

আগামী ১৫ দিনের মধ্যে স্বরাষ্ট্র সচিব, আইজিপি, ঢাকার ডিসি এবং মতিঝিল ও সেনবাগ থানার ওসিকে এই ক্ষতিপূরণ আদায়ের বিষয়ে ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছে। 

নোটিশের জবাব না পেলে তিনি পরবর্তী আইনি ব্যবস্থা নিবেন।

এআইএম/এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর