শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ঢাকা

সহকারী জজ প্রিলি পরীক্ষার উত্তীর্ণ ৭৫০ জন

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৫ আগস্ট ২০২২, ০৮:১৪ এএম

শেয়ার করুন:

সহকারী জজ প্রিলি পরীক্ষার উত্তীর্ণ ৭৫০ জন

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের অধীনে সহকারী জজদের প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৭৫০ জন। এবারের ১৫তম জুডিশিয়াল সার্ভিস কমিশন পরীক্ষায় অংশ নিয়েছিলেন ৮ হাজার ৫৫৮ জন শিক্ষার্থী।

এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণদের অংশ নিতে হবে লিখিত পরীক্ষায়।  এ ধাপে উত্তীর্ণরা ভাইবায় উত্তীর্ণ হওয়ার পর সহকারী জজ হিসেবে কর্মে নিয়োজিত হবেন।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (৪ আগস্ট) জুডিশিয়াল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে এটি প্রকাশ করা হয়।

এর আগে শনিবার (৩০ জুলাই) সকাল ১১টায় শুরু হয়ে শেষ হয় দুপুর ১২টায়।

রাজধানী ঢাকার উইল্স লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, (কাকরাইল) সিদ্ধেশ্বরী গার্লস কলেজ ও সিদ্ধেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয়ে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এআইএম/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর