শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ঢাকা

৯৫২ পুকুর সংরক্ষণের আদেশ আজ

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪ আগস্ট ২০২২, ০১:৩৩ পিএম

শেয়ার করুন:

৯৫২ পুকুর সংরক্ষণের আদেশ আজ

রাজশাহী সিটি করপোরেশন এলাকায় ৯৫২টি পুকুর সংরক্ষণের নির্দেশনা চেয়ে পরিবেশবাদী সংগঠন ‘হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ’ (এইচআরপিবি) এর করা রিট আবেদনের বিষয়ে আজ আদেশ দেবেন আদালত।

বৃহস্পতিবার (৪ আগস্ট) বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি কাজী এবাদত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেবেন।


বিজ্ঞাপন


বিষয়টি ঢাকা মেইলকে নিশ্চিত করেছেন রিটকারী আইনজীবী মনজিল মোরসেদ।

তিনি বলেন, রাজশাহী সিটি করপোরেশন এলাকায় পুকুর ভরাট বন্ধের দাবিতে ২০১৪ সালে রিট করেছিলাম। আদালত তখন রুল জারির পাশাপাশি সিটি করপোরেশন এলাকায় কতগুলো পুকুর আছে, তা জানতে রাজশাহী জেলা প্রশাসককে (ডিসি) নির্দেশ দেন।

এরপর ওই আদেশ অনুযায়ী রাজশাহী জেলা প্রশাসক হাইকোর্টে একটি প্রতিবেদন পাঠান। তাতে দেখা যায়, রাজশাহী সিটি করপোরেশন এলাকায় ৯৫২টি পুকুর রয়েছে।

মনজিল বলেন, গত ২৩ ফেব্রুয়ারি একটি জাতীয় দৈনিকে ‘প্লট করে বিক্রির জন্য সংরক্ষিত দীঘি ভরাট’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদ সংযুক্ত করে রাজশাহী সিটি করপোরেশন এলাকার সব পুকুর সংরক্ষণের নির্দেশনা চেয়ে সম্পূরক আবেদন করি।


বিজ্ঞাপন


জানা গেছে, রাজশাহীতে বিগত চার দশকে প্রায় ৪ হাজার পুকুর ভরাট করা হয়েছে।

এআইএম/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর