মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ঢাকা

জামিন আবেদন নিয়ে হাইকোর্টে নর্থ সাউথের আরও দুই ট্রাস্টি

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪ আগস্ট ২০২২, ০১:১৬ পিএম

শেয়ার করুন:

জামিন আবেদন নিয়ে হাইকোর্টে নর্থ সাউথের আরও দুই ট্রাস্টি
ছবি: সংগৃহীত

ক্যাম্পাসের জমি কেনার অর্থ আত্মসাতের অভিযোগের মামলায় জামিন চেয়ে আবেদন করেছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের আরও দুই ট্রাস্টি মোহাম্মদ শাহজাহান ও বেনজির আহমেদ।

বৃহস্পতিবার (৪ আগস্ট) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত  হাইকোর্ট বেঞ্চে এই আবেদনের ওপর শুনানি হতে পারে।


বিজ্ঞাপন


সম্প্রতি সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় জামিন আবেদন করেন তারা। তাদের পক্ষের আইনজীবী শাহ মুঞ্জুরুল হক ঢাকা মেইলকে বিষয়টি জানিয়েছেন। 

এদিকে হাইকোর্টের একই বেঞ্চ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অন্য দুই ট্রাস্টি রেহানা রহমান এবং এম এ কাশেমের জামিন প্রশ্নে রুল জারি করেছেন।

ক্যাম্পাসের জমি কেনার অর্থ আত্মসাতের অভিযোগের মামলায় হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের দুই ট্রাস্টি মোহাম্মদ শাহজাহান ও বেনজির আহমেদ।

উল্লেখ্য, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের জমি কেনা বাবদ অতিরিক্ত ৩০৩ কোটি ৮২ লাখ টাকা ব্যয় দেখিয়ে তা আত্মসাতের অভিযোগে বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আজিম উদ্দিন আহমেদসহ ছয়জনের বিরুদ্ধে গত ৫ মে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এ মামলাটি করেন সংস্থাটির উপ-পরিচালক ফরিদ আহমেদ পাটোয়ারী।


বিজ্ঞাপন


এআইএম/এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর