বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ঢাকা

প্রার্থিতা ফিরে পেলেন বিএনপির সারোয়ার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২৬, ১২:৩৭ পিএম

শেয়ার করুন:

bnp sarwar
চট্টগ্রাম-২ আসনে (ফটিকছড়ি) বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীর। ছবি- সংগৃহীত

চট্টগ্রাম-২ আসনে (ফটিকছড়ি) বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছেন আদালত।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।


বিজ্ঞাপন


ঋণখেলাপি ইস্যুতে সারোয়ার আলমগীরের প্রার্থিতা বাতিল করেছিল নির্বাচন কমিশন (ইসি)।

পরে তিনি প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট দায়ের করেন।

ওই রিট আবেদনের শুনানি শেষে আজ প্রার্থিতা বৈধ ঘোষণা করেন আদালত।


বিজ্ঞাপন


একই সঙ্গে তার প্রার্থিতা ফিরিয়ে দিতে ইসিকে নির্দেশ দেন আদালত।

আদালতে রিটের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

আর জামায়াতের প্রার্থীর পক্ষে ছিলেন ব্যারিস্টার এস এম শাহরিয়ার কবির।

এএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর