মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ঢাকা

মুসাব্বির হত্যাকাণ্ড: তিনদিনের রিমান্ডে বিল্লাল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২৬, ০৭:০৮ পিএম

শেয়ার করুন:

court

স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বির হত্যা মামলায় আসামি মো. বিল্লাল (১৯) কে তিনদিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (১৯ জানুয়ারি) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসেন মো. জোনাইদের আদালত শুনানি শেষে এই আদেশ দেন।


বিজ্ঞাপন


এদিন মামলার তদন্তকারী কর্মকর্তা আসামি বিল্লালকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

এরআগে, গত ১১ জানুয়ারি হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মো. বিল্লালকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন আদালত তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এছাড়া এ মামলায় গ্রেপ্তার অপর দুই আসামি আবদুল কাদের (২৮) ও রিয়াজ (৩১)-কে সাত দিন করে রিমান্ডে পাঠানো হয়েছে। মামলার আরেক আসামি জিন্নাত (২৪) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডে জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তার এবং ঘটনার পূর্ণরহস্য উদঘাটনে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।


বিজ্ঞাপন


মামলার নথি থেকে জানা যায়, গত ৭ জানুয়ারি রাজধানীর তেজগাঁও থানাধীন তেজতুরী বাজারের স্টার কাবাবের পেছনের একটি গলিতে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন আজিজুর রহমান মুসাব্বির (৪৫)। এ ঘটনায় নিহতের স্ত্রী সুরাইয়া বেগম বাদী হয়ে তেজগাঁও থানায় অজ্ঞাতনামা চার থেকে পাঁচজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

এম/এএম

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর