বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ঢাকা

জুলাই হত্যা মামলায় রিমান্ডে সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্কর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫ জানুয়ারি ২০২৬, ০৪:৩৩ পিএম

শেয়ার করুন:

D
পুলিশি পাহারায় আদালতে নেওয়া হচ্ছে জুলাই হত্যা মামলার আসামি সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদারকে। ছবি- সংগৃহীত

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর শাহবাগে ঝুট ব্যবসায়ী মো. মনিরকে গুলি করে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদারের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (৫ জানুয়ারি) মামলার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা এই আদেশ দেন।


বিজ্ঞাপন


এদিন দুপুরের একটু আগে কারাগার থেকে দীপঙ্কর তালুকদারকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে আদালত পাঁচ দিন মঞ্জুর করেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ২০২৪ সালের ৫ আগস্ট শাহবাগ থানার চাঁনখারপুল এলাকায় ছাত্র-জনতার বিক্ষোভে অংশ নেন মনির। ওইদিন দুপুরে আন্দোলনকারীদের উদ্দেশে ছোড়া গুলিতে ঘটনাস্থলেই মারা যান তিনি। 

এ ঘটনায় নিহতের স্ত্রী রোজিনা আক্তার গত বছরের ১৪ মার্চ শাহবাগ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় ৩৫১ জনকে এজাহারনামীয় এবং আরও ৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার এই হত্যা মামলার একজন এজাহারনামীয় আসামি। গত বছরের ১০ ফেব্রুয়ারি তাকে রাজধানীর সোবহানবাগ থেকে গ্রেফতার করে পুলিশ। তারপর থেকে তিনি কারাগারে।


বিজ্ঞাপন


এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর