সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ঢাকা

বিচারকাজ পরিচালনায় হাইকোর্টের ৬৬টি বেঞ্চ গঠন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩ জানুয়ারি ২০২৬, ০৫:৪১ পিএম

শেয়ার করুন:

court
হাইকোর্ট। ফাইল ছবি

ডিসেম্বরের অবকাশ শেষে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারকাজ পরিচালনার জন্য ৬৬টি বেঞ্চ গঠন করা হয়েছে। এর মধ্যে ৩৩টি একক বেঞ্চ ও ৩৩টি দ্বৈত বিচারপতির বেঞ্চ।

শনিবার (৩ জানুয়ারি) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নির্দেশে গঠিত বেঞ্চগুলোর তালিকা সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। আগামীকাল (রোববার) থেকে হাইকোর্টের এসব বেঞ্চে বিচারকাজ চলবে।


বিজ্ঞাপন


রোববার (৪ জানুয়ারি) প্রথম সুপ্রিম কোর্টের আপিল বিভাগে প্রধান বিচারপতি হিসেবে বিচারিক কার্যক্রম পরিচালনা করবেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।

একইদিন সকাল সাড়ে ১০টায় আপিল বিভাগের ১ নম্বর এজলাস কক্ষে প্রধান বিচারপতিকে সংবর্ধনা দেবে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।

গত ২৮ ডিসেম্বর দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথগ্রহণ করেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।

এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর