টেলিটক বাংলাদেশ লিমিটেডের সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের সিনিয়র ম্যানেজার (সাবেক ডেপুটি ম্যানেজার) এম এম আসাদুল্লাহর দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের অবকাশকালীন বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
বিজ্ঞাপন
আবেদনে বলা হয়েছে, এম এম আসাদুল্লাহর বিরুদ্ধে বিদেশে টাকা পাচার ও ক্ষমতার অপব্যবহার করে বিপুল পরিমাণ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান/যাচাই চলমান আছে।
এম এম আসাদুল্লাহ ইতোমধ্যে অননুমোদিত উপায়ে একাধিক দেশ ভ্রমণ করেছেন, যার দরুন বিভাগীয় ব্যবস্থা হিসেবে চাকুরি হতে বরখাস্ত হয়েছেন মর্মে জানা যায়।
অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন মর্মে অনুসন্ধানকালে গোপনসূত্রে প্রাপ্ত তথ্যমতে জানা যায়। যার ফলে দুদকে চলমান অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হতে পারে মর্মে প্রতীয়মান হয়।
এএইচ

