সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

শওকত মাহমুদ কারাগারে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০২৫, ০৬:১৯ পিএম

শেয়ার করুন:

S

বিএনপির সাবেক নেতা ও সাংবাদিক শওকত মাহমুদকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কারাগারে পাঠানো আদেশ দিয়েছেন আদালত। 

সোমবার (৮ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত এই আদেশ দিয়েছেন। 


বিজ্ঞাপন


একই সঙ্গে শওকত মাহমুদের ১০ দিনের রিমান্ডের বিষয়ে শুনানির জন্য আগামী ১১ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত। 

এর আগে রোববার (৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে রমনা মডেল থানাধীন এলাকা থেকে বিএনপির এই সাবেক নেতাকে গ্রেফতার করে ডিবি পুলিশ। সরকার উৎখাতের ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে রাজধানীর রমনা মডেল থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

ওই মামলায় সোমবার (৮ ডিসেম্বর) আদালতে হাজির করা হয় শওকত মাহমুদকে। এরপর মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের রমনা জোনাল টিমের পরিদর্শক মো. আখতার মোর্শেদ তাকে কারাগারে আটক ও ১০ দিনের রিমান্ড চেয়ে পৃথক দুটি আবেদনের করেন। 


বিজ্ঞাপন


আবেদনের পরিপ্রেক্ষিতে শওকত মাহমুদকে কারাগারে পাঠানো হয়। একইসঙ্গে রিমান্ড শুনানির জন্য ১১ ডিসেম্বর দিন ধার্য করা হয়। 

আরও পড়ুন: যে কারণে গ্রেফতার সাংবাদিক শওকত মাহমুদ 

এদিকে পুলিশের একটি সূত্র জানায়, মার্কিন একটি গোয়েন্দা সংস্থার এজেন্ট পরিচয়ে রাজধানীর মিন্টো রোড থেকে গ্রেফতার হয় এনায়েতুর রহমান চৌধুরীকে। তিনি রাস্ট্রকে অস্থিতিশীল করার জন্য দেশের প্রথম সারির ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তি, সাবেক ও বর্তমান পুলিশ কর্মকর্তাসহ নানা শ্রেণি-পেশার মানুষের সঙ্গে বৈঠক করছিলেন। 

এসব অভিযোগে এনায়েতকে রমনার থানার মামলায় গ্রেফতার দেখিয়ে কয়েক দফায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সেখানে একাধিক ঘটনায় শওকত মাহমুদের নাম এসেছে বলে জানিয়েছে পুলিশ।

এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর