শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

গুমের মামলায় ট্রাইব্যুনালে হাজির ১০ সেনা কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম

শেয়ার করুন:

গুমের মামলায় ট্রাইব্যুনালে হাজির ১০ সেনা কর্মকর্তা

বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে টিএফআই সেলে (টাস্কফোর্স ফর ইন্টারোগেশন সেল) সংঘটিত গুম ও নির্যাতনের অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার ১০ সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) সকাল সোয়া ১০টার দিকে ঢাকার সেনানিবাসের বিশেষ কারাগার থেকে বাংলাদেশ জেলের সবুজ রঙের শীতাতপ নিয়ন্ত্রিত প্রিজন ভ্যানে করে তাদের ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আনা হয়।


বিজ্ঞাপন


সেনা কর্মকর্তাদের হাজিরাকে কেন্দ্র করে ট্রাইব্যুনাল এলাকায় নেওয়া হয় সর্বোচ্চ পর্যায়ের নিরাপত্তাব্যবস্থা। হাইকোর্টের মূল ফটকের সামনে সকাল থেকেই সেনা সদস্যদের টহল দেখা গেছে। ট্রাইব্যুনালের প্রবেশপথে পুলিশের পাশাপাশি বিজিবি ও র‍্যাবের সদস্যরা কড়া অবস্থানে রয়েছেন। নিরাপত্তাজনিত কারণে এলাকায় অতিরিক্ত পুলিশ এবং গোয়েন্দা সংস্থার সদস্যদেরও মোতায়েন করা হয়েছে।

এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রতিরক্ষা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকসহ মোট ১৭ জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজন পলাতক আছেন। পলাতক আসামিদের পক্ষে আদালত কর্তৃক নিয়োগ দেওয়া স্টেট ডিফেন্স আইনজীবীরা শুনানিতে অংশ নিচ্ছেন।

গ্রেফতার ১০ সেনা কর্মকর্তার মধ্যে রয়েছেন- র‍্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলম, ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সারোয়ার, ব্রিগেডিয়ার জেনারেল মো. কামরুল হাসান, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহাবুব আলম, কর্নেল কেএম আজাদ, কর্নেল আবদুল্লাহ আল মোমেন, কর্নেল আনোয়ার লতিফ খান, কর্নেল মো. মশিউর রহমান, লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন এবং লেফটেন্যান্ট কর্নেল মো. সারওয়ার বিন কাশেম। 

এর আগে, আসামিপক্ষের আইনজীবীরা গ্রেফতার সেনা কর্মকর্তাদের ভার্চুয়াল হাজিরার আবেদন করেছিলেন। তবে আদালত সরাসরি উপস্থিতি বজায় রেখে পরবর্তী শুনানির দিন নির্ধারণ করেন।গত ২৩ নভেম্বর এ মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য আজকের তারিখ ধার্য করা হয়েছিল। 


বিজ্ঞাপন


এএইচ/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর