শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

দালাল প্লাসের সিইও-চেয়ারম্যানসহ ৭ জনের নামে মামলা

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৫ জুলাই ২০২২, ০৬:৩১ পিএম

শেয়ার করুন:

দালাল প্লাসের সিইও-চেয়ারম্যানসহ ৭ জনের নামে মামলা
ফাইল ছবি

এবার আড়াই কোটি টাকা আত্মসাতের অভিযোগে ই-কমার্স প্রতিষ্ঠান দালাল প্লাস ডটকমের নির্বাহী কর্মকর্তা (সিইও) ও চেয়ারম্যানসহ সাতজনের নামে মামলা করেছেন ভুক্তভোগীরা।

মঙ্গলবার (৫ জুলাই) দুপুরে ঢাকা মহানগর আদালতে মামলাটি করেন আল আমিন তামিম নামে এক গ্রাহক। ভুক্তভোগী ৮১ জনের পক্ষে তিনি মামলাটি করেন।


বিজ্ঞাপন


মামলার আসামিরা হলেন- দালাল প্লাস ডটকমের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এস.এম রাব্বি আল মামুন, চেয়ারম্যান সালেহ উদ্দিন মুরাদ, ব্যবস্থাপনা সম্পাদক আজিজুক হক ওরফে সুমন, পরিচালক আবু জুবায়ের হোসেন রাব্বী, হিসাব রক্ষক অফিসার হাসনাইন‌ খুরশিদ অভি, চিফ আইটি অফিসার নাজমুস সাহাদাত ও চিফ অপারেশন অফিসার এস.এম বোরহান উদ্দিন রনি।

মামলার পর বাদীর জবানবন্দি রেকর্ড করে বিষয়টি তদন্তের জন্য সিবিআইকে নির্দেশ দেন আদালত।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ই-কমার্স প্রতিষ্ঠান দালাল প্লাস ডটকমের কাছে থেকে ৮১ জন গ্রাহক পণ্য কিনেন। এ বাবদ তারা আড়াই কোটি টাকা পরিশোধ করেন। তবে টাকা পরিশোধ করলেও দালাল প্লাস ডটকম তাদেরকে পণ্য ডেলিভারি দেয়নি। এমনকি পরিশোধকৃত অর্থ ফেরত পায়নি গ্রাহকরা।

ভুক্তভোগী গ্রাহক মো. আল আমিন তামিম বলেন, আমরা ৮১ জন গ্রাহক ২০২১ সালের ১ এপ্রিল থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত দালাল প্লাস ডটকম থেকে মোবাইল, ল্যাপটপ, মোটরসাইকেল, ডিএসএলআর ক্যামেরাসহ অন্যান্য পণ্য বাবদ দুই কোটি ৫০ লাখ ৩৮ হাজার ৯৯৮ টাকা পরিশোধ করি। কিন্তু নির্দিষ্ট সময় পার হলেও পণ্য পাইনি। 


বিজ্ঞাপন


তিনি অভিযোগ করেন, অনেক গ্রাহককে ওয়্যার হাউসে গিয়ে পণ্য গ্রহণ করার জন্য এসএমএস দেয়। সেখানে গেলে তাদের কাছ থেকে পণ্য না দিয়েই একটি ভিডিও সাক্ষাৎকার নেয় যে, তারা পণ্য পেয়েছে। কিন্তু আসল ঘটনা হলো, তারা পণ্য না দিয়েই প্রতারণার ফাঁদ পেতে গ্রাহককে ব্ল্যাকমেইল করে অর্থ আত্মসাৎ করেন। এজন্য তারা আদালতের শরণাপন্ন হয়েছেন বলে জানান এই ভুক্তভোগী।

এমআইকে/জেবি

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর