শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ট্রাইব্যুনাল এলাকায় সেনা মোতায়েন চেয়ে সেনাসদরে সুপ্রিম কোর্টের চিঠি

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৫, ১০:২০ পিএম

শেয়ার করুন:

ট্রাইব্যুনাল এলাকায় সেনা মোতায়েন চেয়ে সেনাসদরে সুপ্রিম কোর্টের চিঠি
ট্রাইব্যুনাল এলাকায় সেনা মোতায়েন চেয়ে সেনাসদরে সুপ্রিম কোর্টের চিঠি। ছবি: সংগৃহীত

মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মামলার রায়ের দিন নির্ধারণ ঘিরে ট্রাইব্যুনাল এলাকায় সেনা মোতায়েন চেয়ে সেনাসদরে চিঠি দিয়েছেন সুপ্রিম কোর্ট প্রশাসন।

বুধবার (১২ নভেম্বর) এ চিঠি পাঠানোর বিষয়টি সাংবাদিকদের জানানো হয়েছে।


বিজ্ঞাপন


আগামীকাল বৃহস্পতিবার আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে ট্রাইব্যুনাল এলাকায় নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে সেনা মোতায়েনের অনুরোধ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ট্রাইব্যুনালে সেনা মোতায়েনের বিষয়ে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের অফিস থেকে আজ সেনা সদর দপ্তরে চিঠি পাঠানো হয়েছে।

এআইএম/এআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর