শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

শামীম ওসমানের সহযোগী আজিজ ২ দিনের রিমান্ডে

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৫, ০২:৫৭ পিএম

শেয়ার করুন:

শামীম ওসমানের সহযোগী আজিজ ২ দিনের রিমান্ডে
শামীম ওসমানের অন্যতম সহযোগী আজিজুর রহমান আজিজ।

চাঁদাবাজির মামলায় গ্রেফতার শামীম ওসমানের অন্যতম সহযোগী আজিজুর রহমান আজিজকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২৯ অক্টোবর)  ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. সেফাতুল্লাহ এই রিমান্ড আবেদন মঞ্জুর করেন।


বিজ্ঞাপন


এর আগে মঙ্গলবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) তেজগাঁও বিভাগের পরিদর্শক মোহাম্মদ জাহাঙ্গীর আসামিকে জিজ্ঞাসাবাদে সাতদিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

রোববার ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত থেকে শামীম ওসমানের অন্যতম সহযোগী আজিজুর রহমান আজিজকে গ্রেফতার করা হয়। পরেরদিন আজিজকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৬ এর বিচারক পার্থ ভদ্রের আদালতে তোলা হয়। এদিন আদালত আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জানা গেছে, গত বছরের সেপ্টেম্বরে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি চাঁদাবাজির মামলা হয়। ওই মামলায় এজাহারনামীয় আট নম্বর আসামি আজিজ। সেই মামলায় তাকে গ্রেফতার দেখায় ডিবি।

জানা গেছে, আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে দীর্ঘদিন পলাতক থাকা আজিজ দর্শনা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাবার চেষ্টা করছিল। সন্ত্রাসী কার্যক্রম, চাঁদাবাজি, লুটপাট, জাল-জালিয়াতিসহ বিভিন্ন অভিযোগে ডজনের বেশি মামলা আছে আজিজের বিরুদ্ধে। নিজের আপন ভাইদের সঙ্গেও জাল-জালিয়াতির অভিযোগ রয়েছে।


বিজ্ঞাপন


আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধ উপায়ে বিপুল সম্পদশালী হন আজিজ। গুলশান, বনানী, নারায়ণগঞ্জ ছাড়াও দেশের বিভিন্ন জায়গায় বিপুল সম্পদ গড়েছেন।

এদিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় হওয়া চাঁদাবাজির মামলায় এজাহারনামীয় আসামি আজিজ। বর্তমানে মামলাটি তদন্ত করছে গোয়েন্দা তেজগাঁও বিভাগ।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের আমলে ২০১৩ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত এরশাদ গ্রুপের তেজগাঁও গোডাউন থেকে বিপুল মালামাল লুট ও মোটা অঙ্কের চাঁদা নিয়ে আসছিল আজিজসহ তার সহযোগীরা। এই ঘটনায় গতবছরের সেপ্টেম্বরে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৩০ জনকে এজাহারনামীয় আসামি করা হয়।

গ্রেফতার আজিজ এরশাদ গ্রুপের নারায়ণগঞ্জে গড়ে তোলা রড তৈরির কারখানার মেশিনারিজ ও মালামাল লুটের সঙ্গেও জড়িত। এই ঘটনায় তার বিরুদ্ধে স্থানীয় থানায় মামলা রয়েছে। বর্তমানে যা তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ— সিআইডি। এবি ব্যাংক থেকে ২০০ কোটি টাকা নিয়ে গড়ে তোলা ওই কারখানা দখল নিতে প্রথমে এরশাদের গ্রুপের চেয়ারম্যানকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে কারাগারে পাঠানো হয়। পরে শামীম ওসমান, আজিজসহ তার সাঙ্গপাঙ্গরা কারখানাটিতে লুটপাট চালায়। সেখানে এখন শুধু জমি পড়ে রয়েছে।

এআইএম/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর