শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

আলোচিত এস আলমের ৪৬৯ একর জমি জব্দ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৫, ০৮:১১ পিএম

শেয়ার করুন:

S alam
আলোচিত ব্যবসায়ী সাইফুল আলম ওরফে এস আলম। ফাইল ছবি

আলোচিত এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম ও তার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের ৪৬৯ একর জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। এসব সম্পত্তি গাজিপুর ও কক্সবাজারে অবস্থিত।

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ এই আদেশ দেন।


বিজ্ঞাপন


তথ্যটি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক আকতারুল ইসলাম।

আবেদনে বলা হয়েছে, মোহাম্মদ সাইফুল আলম ও তার স্বার্থ সংশ্লিষ্ট এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মানিলন্ডারিং সংগঠনের অভিযোগটি অনুসন্ধানপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য তদন্ত টিম গঠন করা হয়েছে। 

অনুসন্ধানকালে দেখা যায়, সাইফুল আলম ও তার স্বার্থ সংশ্লিষ্ট ও তার সংশ্লিষ্ট ব্যক্তিরা বিভিন্ন ব্যাংক থেকে নামে বেনামে বিধি-বহির্ভূতভাবে ঋণ নিয়ে আত্মসাতপূর্বক নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে দেশে-বিদেশে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন। 

অনুসন্ধানকালে বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা যায়, তিনি এবং তার পরিবারের সদস্যরা স্বার্থ সংশ্লিষ্ট স্থাবর সম্পদসমূহ অন্যত্র হাস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। 


বিজ্ঞাপন


অনুসন্ধান নিষ্পত্তির পূর্বে বর্ণিত সম্পদ হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে পরবর্তীতে ওই টাকা উদ্ধার করা কঠিন হয়ে পড়বে। তাই সাইফুল আলম ও তার স্বার্থ সংশ্লিষ্ট ও তার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তির স্থাবর সম্পদগুলো জরুরি ভিত্তিতে ক্রোক করা প্রয়োজন।

এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর