মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ডাকসু নির্বাচন

হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবে ঢাবি

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৯ পিএম

শেয়ার করুন:

হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবে ঢাবি
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবন। ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিতের বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবে ঢাবি কর্তৃপক্ষ।

সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এ কথা জানান ঢাবির আইনজীবী মোহাম্মদ শিশির মনির।


বিজ্ঞাপন


তিনি বলেন, ‘হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আমরা পরবর্তী আইন পদক্ষেপ নেব। ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের সেই অনুমতি দিয়েছেন।’

এক রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি এস কে তাহসিন আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ৩০ অক্টোবর পর্যন্ত ডাকসু নির্বাচন স্থগিতের আদেশ দেন। ৯ সেপ্টেম্বর ডাকসুর কেন্দ্রীয় কমিটি ও হল সংসদগুলোর নির্বাচন হওয়ার কথা ছিল।

আদালতে এ সংক্রান্ত রিটের শুনানিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে ছিলেন আইনজীবী শিশির মনির। রিটকারীর পক্ষে ছিলেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।

ডাকসু নির্বাচনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট মনোনীত ছাত্রশিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে গত রোববার (৩১ আগস্ট) একটি রিট করা হয়।


বিজ্ঞাপন


বামজোট মনোনীত প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী বিএম ফাহমিদা আলম এই রিটটি করেন।

ওই রিট আবেদনের শুনানি করে ৩০ অক্টোবর পর্যন্ত ডাকসু নির্বাচন স্থগিত করে উচ্চ আদালত।

এআইএম/এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর