রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

লতিফ সিদ্দিকীসহ ১৫ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হচ্ছে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ আগস্ট ২০২৫, ১০:৫৫ পিএম

শেয়ার করুন:

লতিফ সিদ্দিকীসহ ১৫ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হচ্ছে
আটক লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে মামলা প্রস্তুত। ছবি: সংগৃহীত

রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) থেকে আটক লতিফ সিদ্দিকীসহ ১৫ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করার প্রস্তুতি নিচ্ছে পুলিশ।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম।


বিজ্ঞাপন


তিনি বলেন, ‘ঢাকা রিপোর্টার্স ইউনিটি থেকে আটক করা লতিফ সিদ্দিকীসহ ১৫ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হচ্ছে।’

আরও পড়ুন: লতিফ সিদ্দিকীসহ আ.লীগের কয়েকজন নেতাকর্মী আটক

আটক ব্যক্তিদের মধ্যে কতজন আওয়ামী লীগের নেতাকর্মী—এমন প্রশ্নে ডিবির কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, ‘আমরা রাজনৈতিক পরিচয় দেখে কাউকে আসামি করছি না। তাদের মোবাইল ফোনে নাশকতার বিভিন্ন পরিকল্পনার প্রমাণ পাওয়া গেছে। সেই অনুযায়ী তাদের বিরুদ্ধে মামলা হবে।’

একেএস/এআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর