রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ট্রাইব্যুনালে সাবেক আইজিপি শহিদুলসহ ১৫ আসামি হাজির

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ আগস্ট ২০২৫, ১২:০৩ পিএম

শেয়ার করুন:

ট্রাইব্যুনালে সাবেক আইজিপি শহিদুলসহ ১৫ আসামি হাজির

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা তিনটি পৃথক মামলায় মোট ১৫ জন আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) সকাল থেকে ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত ট্রাইব্যুনাল ভবনে নিরাপত্তা বেষ্টনীর মধ্যে একে একে তাদের আনা হয়।

আসামিদের মধ্যে রয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) শহিদুল হকসহ আরও তিন সাবেক শীর্ষ পুলিশ কর্মকর্তা। তাদের বিরুদ্ধে ২০১৩ সালের ৫ ও ৬ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বর এবং দেশের বিভিন্ন স্থানে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের ওপর পরিচালিত হত্যাকাণ্ড, নির্যাতন ও নিপীড়নের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে।


বিজ্ঞাপন


অন্যদিকে, চলতি বছর জুলাই ও আগস্ট মাসে অনুষ্ঠিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত হত্যাযজ্ঞ, গুম ও নির্যাতনের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের দুই মামলায় ১১ জন আসামিকেও একই দিনে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

আরও পড়ুন

সাবেক আইজিপি শহিদুল ও আছাদুজ্জামান মিয়াকে সেফহোমে জিজ্ঞাসাবাদের অনুমতি

সকাল থেকেই ট্রাইব্যুনাল এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। আইনশৃঙ্খলা বাহিনী আসামিদের কঠোর পাহারায় ট্রাইব্যুনালে নিয়ে আসে। আদালত প্রাঙ্গণে ছিল অতিরিক্ত পুলিশ সদস্য ও গোয়েন্দা নজরদারি।

মামলাগুলো বর্তমানে তদন্তাধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তদন্ত শেষ হলে আনুষ্ঠানিক চার্জ গঠন ও বিচারকাজ শুরু হবে।


বিজ্ঞাপন


তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, ২০১৩ সালের ঘটনায় হেফাজতের পক্ষে শান্তিপূর্ণ অবস্থানরত ধর্মপ্রাণ মানুষদের ওপর নির্বিচারে হামলা, গুলি, নির্যাতন চালানো হয়। এতে বহু প্রাণহানি ঘটে এবং বহু মানুষ নিখোঁজ হন। সেই ঘটনার ভিডিও, ছবি ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য ইতোমধ্যে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা সংগ্রহ করেছে।

অন্যদিকে, চলতি বছর শিক্ষার্থী ও তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা বৈষম্যবিরোধী আন্দোলনে সংঘটিত সহিংসতার পেছনে পরিকল্পিত ও সুসংগঠিত হামলার প্রমাণ পাওয়ার দাবি করেছে তদন্ত সংস্থা। তাদের ভাষ্য, আন্দোলনের সময় আইনশৃঙ্খলা বাহিনীর কেউ কেউ দায়িত্বের সীমা লঙ্ঘন করে হত্যাকাণ্ডে অংশ নেয়। এসব ঘটনার বিস্তারিত তথ্য প্রমাণসহ আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র প্রস্তুত করা হচ্ছে।

এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর