বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ফরিদ আহম্মেদ নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং ঢাকা-৫ আসনের সাবেক এমপি কাজী মনিরুল ইসলাম মনুকে গ্রেফতারের আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (৬ আগস্ট) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়া উদ্দিন আহমেদ এই আদেশ দেন।
বিজ্ঞাপন
এদিন আসামিদের কারাগার থেকে সংশ্লিষ্ট আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তা পলক ও মনিরুলকে গ্রেফতার দেখানোর আবেদন করেন। আদালত সে আবেদন মঞ্জুর করেন। এরপর তাদের ফের কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছরের ৫ আগস্ট যাত্রাবাড়ীর হানিফ ফ্লাইওভারের ওপরে ছাত্র-জনতার মিছিলে ছিলেন ফরিদ আহম্মেদ। ওইদিন আসামিদের ছোড়া গুলিতে তিনি আহত হন এবং হাসপাতালে ভর্তি হন। পরদিন সকাল পৌনে ৯টার দিকে তার মৃত্যু হয়।
ওই ঘটনায় চলতি বছরের ২৩ এপ্রিল যাত্রাবাড়ী থানায় মামলা করা হয়।
এর আগে গত বছরের ১৫ আগস্ট জুনাইদ আহমেদ পলককে গ্রেফতার করে পুলিশ। আর এ বছরের ২১ এপ্রিল ঢাকা-৫ আসনের সাবেক এমপি কাজী মনিরুল ইসলাম মনুকে গ্রেফতার করে ডিবি পুলিশ।
বিজ্ঞাপন
এএইচ

