গোমতী নদীর তীরে অবৈধ সব স্থাপনা উচ্ছেদের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী ছয় মাসের মধ্যে এটি কার্যকর করতে বলা হয়েছে।
রোববার (৩ আগস্ট) এই বিষয়ে এক আবেদনের শুনানি করে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া এবং বিচারপতি মো. বশির উল্লাহর হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
বিজ্ঞাপন
রিটকারী অ্যাডভোকেট একলাছ উদ্দিন ভূঁইয়া জানান, ৬ মাসের মধ্যে সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে আদালতকে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে। রিটকারীর পক্ষে শুনানি করেন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) প্রেসিডেন্ট সিনিয়র আইনজীবী মনজিল মোরশেদ।
রিটকারী একলাছ উদ্দিন ভূঁইয়া এই আদেশের ফলে আদালতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। শিগগিরই উচ্চ আদালতের আদেশ অনুযায়ী কার্যক্রম শুরু হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এআইএম/এফএ

