বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ঢাকা

পদ্মা সেতুর উদ্বোধনে আমন্ত্রণ পেলেন প্রধান বিচারপতি

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৩ জুন ২০২২, ০৯:৫৯ এএম

শেয়ার করুন:

পদ্মা সেতুর উদ্বোধনে আমন্ত্রণ পেলেন প্রধান বিচারপতি

স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীসহ সুপ্রিম কোর্টের সব বিচারপতি।

বৃহস্পতিবার (২৩ জুন) সকালে বিষয়টি জানা গেছে। সুপ্রিম কোর্টের মুখপাত্র মুহাম্মদ সাইফুর রহমান বিষয়টি ঢাকা  মেইলকে নিশ্চিত করেছেন।


বিজ্ঞাপন


তিনি বলেন, পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বিচারপতিসহ আপিল ও হাইকোর্ট বিভাগের সব বিচারপতিকে সেতু কর্তৃপক্ষ আমন্ত্রণপত্র পাঠিয়েছে।

এ অনুষ্ঠানে বিচারপতিরা কীভাবে যাবেন আজ এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। সেটি পরবর্তীতে গণমাধ্যমকে জানানো হবে।

চলতি মাসের ২৫ তারিখে পদ্মা সেতু উদ্বোধন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সর্ববৃহৎ এই সেতু উদ্বোধন করবেন। এদিকে সেতু উদ্বোধন উপলক্ষে মুন্সিগঞ্জের মাওয়া-জাজিরা প্রান্তে একটি জনসভা হবে।

জানা গেছে, উদ্বোধনী অনুষ্ঠান ও সুধী সমাবেশের জন্য সাড়ে তিন হাজার আমন্ত্রণপত্র তৈরি ও বিতরণ করা হয়েছে।


বিজ্ঞাপন


এআইএম/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর