রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

গণহত্যার মামলা থেকে শেখ হাসিনা ও কামালের অব্যাহতি চাইবেন আইনজীবী

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০১ জুলাই ২০২৫, ০৪:৫২ পিএম

শেয়ার করুন:

Hasina-Kamal
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

জুলাই গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অবরাধ মামলা থেকে পলাতক দুই আসামি সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের অব্যাহতি চাইবেন তাদের আইনজীবী আমির হোসেন।

মঙ্গলবার (১ জুলাই) মামলার শুনানি শেষে ট্রাইব্যুনাল থেকে বের হয়ে এ কথা জানান তিনি।


বিজ্ঞাপন


আরও পড়ুন: হাসিনাসহ ২৩ জনকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ

এদিন মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা, কামাল ও সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠনের পরবর্তী শুনানি আগামী সোমবার (৭ জুলাই) ঠিক করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ।

আরও পড়ুন: দেশত্যাগের আগে ‘ভুল ইংরেজি’তে স্বজনদের যে ক্ষুদে বার্তা দেন শেখ হাসিনা

এরপর ট্রাইব্যুনাল থেকে বেরিয়ে আইনজীবী আমির হোসেন বলেন, ‘আগামী সোমবার (৭ জুলাই) আমরা এই মামলা থেকে শেখ হাসিনাও আসাদুজ্জামান খান কমালকে অব্যাহতি দেওয়ার আবেদন জানাব। আমার মক্কেলদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা সঠিক নয়। তাদের খালাস করার জন্য সর্বাত্মক চেষ্টা করব।’


বিজ্ঞাপন


আরও পড়ুন: পদত্যাগ করতে শেখ হাসিনার পায়ে ধরেছিলেন রেহানা!

এর আগে জুলাই-আগস্টে গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু হয়।

এআইএম/এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর