মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবির সাবেক ভিসিসহ ২৬ জনের নামে পরোয়ানা

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৩০ জুন ২০২৫, ০১:৩৩ পিএম

শেয়ার করুন:

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবির সাবেক ভিসিসহ ২৬ জনের নামে পরোয়ানা

জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক ভাইস চ্যান্সেলর অধ্যাপক হাসিবুর রশীদ ও রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার মনিরুজ্জামানসহ ২৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

সোমবার (৩০ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ তে আবু সাঈদ হত্যার ভিডিও উপস্থাপন করা হয়। এরপর চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম ৩০ জন আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ পড়ে শোনান আদালতে।


বিজ্ঞাপন


আলোচনা ও পর্যালোচনা শেষে ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিয়ে ২৬ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

মামলার চারজন আসামি ইতোমধ্যে কারাগারে রয়েছেন। তারা হলেন- আবু সাঈদকে গুলি করার অভিযোগে অভিযুক্ত পুলিশ সদস্য আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র, বেরোবির সাবেক প্রক্টর শরিফুল ইসলাম এবং ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইমরান চৌধুরী।

আরও পড়ুন-

আবু সাঈদ হত্যা মামলার চূড়ান্ত প্রতিবেদন দাখিল

গত বছরের ১৬ জুলাই ছাত্র আবু সাঈদের নির্মম হত্যাকাণ্ড বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। চরম দমন-পীড়নের মুখেও পুলিশের অস্ত্রের সামনে নিরস্ত্র অবস্থায় দু’হাত প্রসারিত করা আবু সাঈদের গুলিবিদ্ধ হওয়ার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা সারাদেশে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে।


বিজ্ঞাপন


এই ঘটনার পর দেশজুড়ে ছড়িয়ে পড়ে গণবিক্ষোভ। লাখো মানুষ রাস্তায় নেমে আসে। শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ মানুষও যুক্ত হয় আন্দোলনে। প্রতিবাদ থেকে জন্ম নেয় এক অভূতপূর্ব গণ-আন্দোলন, যা রূপ নেয় স্বৈরাচারবিরোধী গণ-অভ্যুত্থানে।

এই অভ্যুত্থানের চাপেই অবশেষে ২০২৪ সালের ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত পালিয়ে যেতে বাধ্য হন। পতন ঘটে টানা ১৬ বছরের শাসনের।

আবু সাঈদ হয়ে ওঠেন সেই প্রতিরোধের প্রথম শহীদ। তার আত্মত্যাগ আজও কোটি মানুষের কাছে গণতন্ত্র ও ন্যায়ের প্রতীক হয়ে আছে।

এআইএম/ইএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর