শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ঢাকা

কোটি টাকা আত্মসাতের ঘটনায় পেশকারের সাজা বহাল

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২০ জুন ২০২২, ০২:৩৫ পিএম

শেয়ার করুন:

কোটি টাকা আত্মসাতের ঘটনায় পেশকারের সাজা বহাল
ছবি: সংগৃহীত

২০১০ থেকে ২০১৫ সাল পর্যন্ত শরীয়তপুরের ৭৫৪টি জাল চালান তৈরি করে ভ্রাম্যমাণ আদালতের ১ কোটির বেশি টাকা আত্মসাতের ঘটনায় পেশকার ইমাম উদ্দিনকে বিচারিক আদালতের সাজা বহাল রেখেছেন হাইকোর্ট। তাকে বিচারিক আদালত ২৩ বছরের সাজা দিয়েছিল।

সোমবার (২০ জুন) হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় ঘোষণা করেন।


বিজ্ঞাপন


সোমবার আদেশের বিষয়টি ঢাকা মেইলকে নিশ্চিত করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।

মামলার অপর আসামি পেশকার কমলা আক্তারকে আট বছরের সাজা থেকে খালাস দেওয়া হয়েছে।

এছাড়া ভ্রাম্যমাণ আদালতের জরিমানার অর্থ রাষ্ট্রীয় কোষাগারে ঠিক মতো জমা হচ্ছে কিনা তা তদারক করতে জেলা ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দিয়েছেন হাইকোর্ট।

এআইএম/এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর