রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

দুদকের মামলায় স্ত্রীসহ বিএনপি নেতা দুলু খালাস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ জুন ২০২৫, ০৩:০৪ পিএম

শেয়ার করুন:

BNP
দুলু ও তার স্ত্রী। ছবি: সংগৃহীত

১৮ বছর আগের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও তার স্ত্রী সাবিনা ইয়াসমিনকে খালাসের রায় দিয়েছেন আদালত।

রোববার (২২ জুন) সকালে ঢাকার বিশেষ জজ আদালত-১ এর বিচারক আবুল কাশেমের আদালত এই রায় দেন।


বিজ্ঞাপন


দুলুর পক্ষের আইনজীবী বোরহান উদ্দিন এ তথ্য গণমাধ্যমে জানিয়েছেন। তিনি বলেন, গত ১৬ জুন মামলাটির যুক্তিতর্ক শেষে রায় ঘোষণার জন্য রোববার তারিখ ধার্য করেন আদালত। রায়ে আদালত তাদের খালাস দিয়েছেন।

মামলার অভিযোগে বলা হয়, ৫ কোটি ১ লাখ ৩১ হাজার ৭৭৩ টাকা সম্পদের তথ্য গোপন এবং ৮ কোটি ৪৪ লাখ ৩৭ হাজার ১০৮ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ দখলে রাখার অভিযোগে শাস্তিযোগ্য অপরাধ করেছেন দুলু ও তার স্ত্রী।

২০০৭ সালের ১৯ এপ্রিল স্ত্রীসহ দুলুর বিরুদ্ধে মামলাটি দায়ের করে সংস্থাটির সহকারী পরিচালক মাহফুজা। তদন্ত শেষে একই বছরের ১৯ জুলাই অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা সহকারী পরিচালক নুর জাহান।

এ মামলায় ওই বছরের ২৯ আগস্ট অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। পরে সেই মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করে দুলু। হাইকোর্ট দুলুর আবেদন গ্রহণ করে ২০১২ সালের ১৮ জুলাই মামলাটি বাতিল করে দেন। সে আদেশের বিরুদ্ধে আপিল করে দুদক।


বিজ্ঞাপন


২০১৫ সালের ২ নভেম্বর আপিল বিভাগ দুদকের আবেদন গ্রহণ করে হাইকোর্টের রায় বাতিলের আদেশ দেন। এ আদেশের পর ঢাকার বিশেষ জজ আদালত-১ এ দুলুর বিরুদ্ধে দুর্নীতির মামলার কার্যক্রম শুরু হয়।

এমআই/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর