রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সাবেক ভূমিমন্ত্রীকে অর্থ পাচারে সহায়তা: ৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ জুন ২০২৫, ০৭:৫৩ পিএম

শেয়ার করুন:

S
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। ফাইল ছবি

পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর নামে-বেনামে বিভিন্ন ব্যাংক থেকে ঋণ উত্তোলন করে বিদেশে পাচার করার সহায়তাকারী তিনজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

তারা হলেন- চট্টগ্রামের উৎপল পাল, আব্দুল আজিজ ও সৈয়দ কামরুজ্জামান।


বিজ্ঞাপন


মঙ্গলবার (১৭ জুন) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে ওই তিনজনের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দেন।

এ তথ্য নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক আকতারুল ইসলাম।

দুদকের আবেদনে বলা হয়েছে, সাইফুজ্জামান চৌধুরী এবং তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানিলন্ডারিংয়ের অভিযোগ অনুসন্ধানের নিমিত্তে টাস্কফোর্স গঠন করা হয়েছে। 

প্রাথমিক অনুসন্ধানকালে জানা যায়, সাইফুজ্জামান চৌধুরী নামে-বেনামে বিভিন্ন ব্যাংক থেকে ঋণ উত্তোলন করে তাদের সহায়তায় বিদেশে পাচার করেছেন মর্মে গোয়েন্দা তথ্যের আলোকে জানা যায়। 


বিজ্ঞাপন


উক্ত ব্যক্তিবর্গ অনুসন্ধান কার্যক্রমের আওতাধীন রয়েছেন এবং তারা মামলার সম্ভাব্য আসামি হবেন মর্মে অনুমিত হয়। 

ওই তিনজন বর্তমানে পলাতক থাকায় তাদের জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি। তারা দেশত্যাগ করতে পারেন মর্মে আশঙ্কা করা হচ্ছে। তারা বিদেশে চলে গেলে অনুসন্ধান কাজ ব্যাহত হবে।

দুদকের এই আবেদনের ওপর শুনানি শেষে বিচারক সংশ্লিষ্ট তিনজনের দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা হারি করেন।

এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর