রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

রংপুরে আবু সাঈদ হত্যায় চার আসামি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ জুন ২০২৫, ১১:০৩ এএম

শেয়ার করুন:

রংপুরে আবু সাঈদ হত্যায় চার আসামি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে

রংপুরে ২০২২ সালের জুলাই মাসের গণঅভ্যুত্থানের সময় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদকে হত্যার ঘটনায় চারজন আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

রোববার (১৫ জুন) সকালে তাদেরকে প্রিজনভ্যানে থেকে ট্রাইব্যুনালে আনা হয়। হাজির করা চার আসামি হলেন—সাবেক এসআই আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায়, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শরিফুল ইসলাম এবং ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী আকাশ।


বিজ্ঞাপন


আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তাদের বিরুদ্ধে মামলার শুনানি হবে।

আগের আদেশ অনুযায়ী, গত ৯ এপ্রিল ট্রাইব্যুনাল চার আসামিকে হাজির করার নির্দেশ দেয়। একইসঙ্গে ১৫ জুনের মধ্যে মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় আবু সাঈদ পুলিশের গুলিতে মারা যান। তদন্তে উঠে আসে, এই হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ছিলেন সাবেক এসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শরিফুল ইসলাম ও ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী আকাশসহ আরও অনেকে এই ঘটনায় ইন্ধন যুগিয়েছিলেন।

এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর