রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

শেখ হাসিনা-জয়সহ ২২২ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ জুন ২০২৫, ১০:৩২ পিএম

শেয়ার করুন:

Hasina
শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়।

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়সহ ২২২ জনের বিরুদ্ধে গণঅভ্যুত্থান চলাকালীন রাজধানীর মোহাম্মদপুরে গুলি করে এক ব্যক্তিকে হত্যাচেষ্টার অভিযোগে মামলা হয়েছে।

গত বুধবার (১১ জুন) ভুক্তভোগী সোহেল রানা (৩৮) বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলাটি করেছেন।


বিজ্ঞাপন


শুক্রবার (১৩ জুন) সেই মামলার এজাহার আদালতে এসেছে। ঢাকার মহানগর হাকিম সেফাতুল্লাহ সেটি গ্রহণ করেছেন। বিচারক আগামী ২০ জুলাইয়ের মধ্যে মামলার বিষয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

এসব তথ্য নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার আদালতের প্রসিকিউশন বিভাগের এসআই মিজানুর রহমান।

মামলার অন্য আসামিদের মধ্যে অন্যতম হলেন– সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, ডা. দীপু মনি, সাবেক এমপি মমতাজ বেগম, অভিনেত্রী শমী কায়সার, ডিএমপির সাবেক ডিবিপ্রধান হারুন অর রশিদ।

মামলার এজাহারে অভিযোগ করা হয়, জুলাই আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট দুপুর আড়াইটার দিকে মোহাম্মদপুর থানাধীন তিন রাস্তার মোড়ে ময়ূর ভিলার সামনে মিছিলে অংশ নেন সোহেল রানা। 


বিজ্ঞাপন


এসময় শেখ হাসিনা সরকারের নির্দেশে পুলিশ ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সেই মিছিলে হামলা চালায়। তাদের ছোঁড়া গুলিতে আহত হন সোহেল রানা। এরপর তিনি হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসা নেন।

এতদিন পর মামলা করার বিষয়ে বাদী ও ভুক্তভোগী সোহেল রানা এজাহারে জানিয়েছেন, চিকিৎসার জন্য দীর্ঘ সময় হাসপাতালে থাকার কারণে মামলা করতে দেরি হয়েছে।

এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর