সোমবার, ২৩ জুন, ২০২৫, ঢাকা

ইউএনডিপির রুল অব ল সম্মেলনে বক্তব্য দেবেন প্রধান বিচারপতি

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১০ জুন ২০২৫, ০৪:১৫ পিএম

শেয়ার করুন:

Lawer
প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। 

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) বার্ষিক রুল অব ল সম্মেলনে অতিথি হিসেবে বক্তব্য দেবেন বাংলাদেশের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। 

মঙ্গলবার (১০ জুন) বাংলাদেশ সময় রাত ৮টা ১৫ মিনিটে প্রধান বিচারপতি অনলাইনে যুক্ত হয়ে তার বক্তব্য পেশ করবেন।


বিজ্ঞাপন


সুপ্রিম কোর্ট সূত্রে এ তথ্য জানা গেছে। 

এছাড়া স্পেশাল অফিসার মো. মোয়াজ্জেম হোসাইন বিষয়টি ঢাকা মেইলকে নিশ্চিত করেছেন।

জানা গেছে, ১০ থেকে ১২ জুন ইউএনডিপির ২০২৫ সালের বার্ষিক রুল অব ল সম্মেলন অনুষ্ঠিত হবে। ১০ জুন সম্মেলনের উদ্ধোধনী অধিবেশনে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য দেবেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। 

ন্যায়বিচার ও আইনের শাসন বিষয়ে এই বৈশ্বিক আলোচনায় বিশ্বের বিভিন্ন দেশের বিচার বিভাগের কর্মকর্তারা অংশ নেবেন।


বিজ্ঞাপন


এআইএম/এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর